কক্সবাজার উখিয়া এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে পৃথক সময় দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন (৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী।
তিনি আরও জানান, পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
কক্সবাজার উখিয়া এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর দুই কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে পৃথক সময় দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের পুত্র মেহেরাব হোসেন (৩০) ও হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)। তারা দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, উখিয়া পৃথকভাবে দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুইজনে এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী।
তিনি আরও জানান, পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।