দেশে চলমান বন্যায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ছয় দিনে এই তিন জেলায় মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় পরিস্থিতির অবনতি ঘটেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিন জেলার ১৩টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফুলপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক বাক্প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ঢলের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
অন্যদিকে শেরপুরের মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নালিতাবাড়ীতে বন্যার পানি না সরায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
দেশে চলমান বন্যায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ছয় দিনে এই তিন জেলায় মোট আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় পরিস্থিতির অবনতি ঘটেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিন জেলার ১৩টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ।
ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফুলপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক বাক্প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে ঢলের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
অন্যদিকে শেরপুরের মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নালিতাবাড়ীতে বন্যার পানি না সরায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।