alt

সারাদেশ

সহপাঠীর মৃত্যুতে বরিশালে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনার পরপরই তারা অভিযুক্ত বাস চালক ও মালিককে গ্রেপ্তারসহ ১০ দফা দাবি জানায়। প্রশাসনের আশ্বাসে এবং দূরপাল্লার ৩০টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকে রেখে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সুজয় শুভ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা প্রশাসনকে চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু দীর্ঘ সময়েও অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে দ্রুত দাবি পূরণের প্রতিশ্রুতির ভিত্তিতে সন্ধ্যা ৭টায় মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

গত বুধবার রাত সাড়ে ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। তার গ্রামের বাড়ি ঢাকার আজিমপুর শ্যামলীতে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসটি আটকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং রাত ২টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে রাখে।

শিক্ষার্থীরা প্রশাসনকে আট ঘণ্টার সময়সীমা দেয় অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় পরদিন সকাল ১০টায় তারা আবার মহাসড়কে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি দাবি আমারও দাবি। দুর্ঘটনার পর থেকেই এসব দাবি পূরণে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে বিআরটিএ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ লাখ টাকা সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং সড়কে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হয়েছে। বাস চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে, আশা করছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “আমি চাই না আর কোনো শিক্ষার্থীর প্রাণ সড়কে ঝরে যাক।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, “মিমের জানাজা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত হয় এবং পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় তাকে পারিবারিক তত্ত্বাবধানে দাফন করা হবে।” প্রক্টর আরও জানান, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট দাবিগুলো নিয়েও কাজ চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর মিমের সুরতহাল সম্পন্ন করা হয় এবং তার লাশ উপাচার্যের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দায়ীদের আটকে অভিযান চলছে।”

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পদক্ষেপ শুরু করেছি। সড়কে দ্রুতগতির গতিরোধক নির্মাণসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা দ্রুত শেষ হবে।”

অবশেষে প্রশাসনের প্রতিশ্রুতি ও আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও, শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবে।

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, ১ ভুয়া নার্স আটক

ছবি

চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে ‘রুখে দাঁড়াতে’ বললেন আইন উপদেষ্টা

নন্দীগ্রামে বাসের চাপায় মটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

সিলেটে গর্ভবতী স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা, মৃত সন্তান প্রসব

বগুড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে আম পাড়াকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনায় আটক ২

টঙ্গীতে মাহফুজ হত্যা, গ্রেপ্তার ৪

ছবি

ঝিকরগাছায় ভিজিডির চালে ওজনে কম, বিতরণ বন্ধ

শ্রীমঙ্গলে টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ

ছবি

ধনবাড়ীতে বাড়িঘর ভাঙচুর স্বর্ণালংকার ও শুঁটকি লুট

পদ্মায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধশতাধিক পরিবারের সচ্ছলতা

ছবি

দশমিনায় মাচায় ধুন্দল চাষে খরচ কম, লাভ দ্বিগুণ

বগুড়ায় অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় দুর্ভোগ

সুন্দরগঞ্জে ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ছবি

টঙ্গীবাড়ীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে জবাই করে হত্যা

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন নয় নাহিদ ইসলাম

ছবি

অবৈধভাবে ট্রলার বোঝাই ১৮ বস্তা চিংড়ি শুঁটকি জব্দ

কসবায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

চাটখিলে মুক্তিযোদ্ধার ঘর জবরদখল, প্রাণনাশের হুমকির অভিযোগ

ছবি

সাতক্ষীরার শিক্ষাঙ্গনে কোমর পানি, পাঠদান-পরীক্ষা ব্যাহত

ট্রলারসহ ভারতীয় জেলে আটক

হবিগঞ্জে-ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২

ছবি

সিরাজগঞ্জে এবার পাট চাষে বাম্পার ফলনের আশা

শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : ডিসি

মাদারগঞ্জে কলেজছাত্রকে গলা কেটে হত্যা, গুরুতর আহত ১

ছবি

জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ছবি

একটি সেতুতে পাল্টে গেল ১৫ গ্রামের মানুষের জীবন

ময়মনসিংহে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

পলাশে ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভারপ্রাপ্তের কারণে আটকে আছে শূন্যপদে নিয়োগ, দুর্ভোগে শিক্ষার্থী ও অভিভাবকরা

ছবি

দশমিনায় জেলে পল্লীতে নীরবতা ও হতাশা, নদীতে ইলিশ মাছের আকাল

খাগড়াছড়ির শান্তি পরিবহন ও মোটর সংঘর্ষে নিহত ২

tab

সারাদেশ

সহপাঠীর মৃত্যুতে বরিশালে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিমের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনার পরপরই তারা অভিযুক্ত বাস চালক ও মালিককে গ্রেপ্তারসহ ১০ দফা দাবি জানায়। প্রশাসনের আশ্বাসে এবং দূরপাল্লার ৩০টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকে রেখে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সুজয় শুভ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা প্রশাসনকে চাপ সৃষ্টি করতে থাকে, কিন্তু দীর্ঘ সময়েও অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে দ্রুত দাবি পূরণের প্রতিশ্রুতির ভিত্তিতে সন্ধ্যা ৭টায় মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

গত বুধবার রাত সাড়ে ৮টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। তার গ্রামের বাড়ি ঢাকার আজিমপুর শ্যামলীতে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসটি আটকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং রাত ২টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে রাখে।

শিক্ষার্থীরা প্রশাসনকে আট ঘণ্টার সময়সীমা দেয় অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় পরদিন সকাল ১০টায় তারা আবার মহাসড়কে অবস্থান নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি দাবি আমারও দাবি। দুর্ঘটনার পর থেকেই এসব দাবি পূরণে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে বিআরটিএ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ লাখ টাকা সহায়তার ব্যবস্থা করা হয়েছে এবং সড়কে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হয়েছে। বাস চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে, আশা করছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।” তিনি আরও বলেন, “আমি চাই না আর কোনো শিক্ষার্থীর প্রাণ সড়কে ঝরে যাক।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, “মিমের জানাজা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত হয় এবং পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকায় তাকে পারিবারিক তত্ত্বাবধানে দাফন করা হবে।” প্রক্টর আরও জানান, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট দাবিগুলো নিয়েও কাজ চলছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর মিমের সুরতহাল সম্পন্ন করা হয় এবং তার লাশ উপাচার্যের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দায়ীদের আটকে অভিযান চলছে।”

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পদক্ষেপ শুরু করেছি। সড়কে দ্রুতগতির গতিরোধক নির্মাণসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা দ্রুত শেষ হবে।”

অবশেষে প্রশাসনের প্রতিশ্রুতি ও আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও, শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনে নামবে।

back to top