কক্সবাজার পুলিশ লাইনের পিছনে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা করেছেন একটি দখলবাজ চক্র। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের কাছে অভিযোগ করলে দখলবাজ চক্রটি পালিয়ে যায়। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজার পুলিশ লাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক কাজী মুহাম্মদ শাহজাহান জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের কাছে অভিযোগ করলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জমির মালিক কাজী মুহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে জানান, গত ২৯/০৪/ ০৭ ও ২৬/০২/০৮ ইংরেজি সনে দলিল নং ১০৯৭ ও ৬৯৫ মুলে ৪ শতক করে ২ দলিলে মোট ৮ শতক জমি কলাতলীর বাসিন্দা মরহুম আলী আহমদ এর ছেলে আবদুল হাকিম থেকে রেজিস্ট্রার মুলে ক্রয় করি। উক্ত জায়গার মোট ৪০ গন্ডা বা ৮০ শতকের ক্রয় মূলে মালিক আছে। মোট ১০ জন জমির মালিকের মধ্যে কোন খাস জমি নেই। আমরা প্রত্যেক বছর খাজনা দাখিল করে আসছি। দীর্ঘ ১৭ বছর ধরে জায়গার উপর স্থিত আছি।
জমির মালিকগণ জানান, জনৈক পারভেজ এর নেতৃত্বে একদল ভূমিদস্যু জোরপূর্বক আমাদের জমি জবর দখলে নিতে অপচেষ্টা লিপ্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে তারা জানান।
জায়গার অন্যান্য মালিকগণ হলেন, স.ঊ.ম আবদুস সামাদ ৮ শতক, কাজী আব্দুল্লাহ, কাজী আরিফ ও কাজী হাসান ৮ শতক, ইসমাইল হোসেন ৪ শতক, নুরুল আলম ৪ শতক, আবদুল মান্নান সিআইপি ৪ শতক, জাহেদুল ইসলাম ৬ শতক, মাহফুজুর রহমান ৪ শতক, সেলিম উদ্দিন ৬ শতক ও মোহাম্মদ আরিফ ৮ শতক।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি জমি দখলের চেষ্টা করেছিলেন। ৯৯৯-এ কল করে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দখলের চেষ্টা করা ব্যক্তিরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ০১ ডিসেম্বর ২০২৪
কক্সবাজার পুলিশ লাইনের পিছনে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের চেষ্টা করেছেন একটি দখলবাজ চক্র। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের কাছে অভিযোগ করলে দখলবাজ চক্রটি পালিয়ে যায়। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজার পুলিশ লাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক কাজী মুহাম্মদ শাহজাহান জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের কাছে অভিযোগ করলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জমির মালিক কাজী মুহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে জানান, গত ২৯/০৪/ ০৭ ও ২৬/০২/০৮ ইংরেজি সনে দলিল নং ১০৯৭ ও ৬৯৫ মুলে ৪ শতক করে ২ দলিলে মোট ৮ শতক জমি কলাতলীর বাসিন্দা মরহুম আলী আহমদ এর ছেলে আবদুল হাকিম থেকে রেজিস্ট্রার মুলে ক্রয় করি। উক্ত জায়গার মোট ৪০ গন্ডা বা ৮০ শতকের ক্রয় মূলে মালিক আছে। মোট ১০ জন জমির মালিকের মধ্যে কোন খাস জমি নেই। আমরা প্রত্যেক বছর খাজনা দাখিল করে আসছি। দীর্ঘ ১৭ বছর ধরে জায়গার উপর স্থিত আছি।
জমির মালিকগণ জানান, জনৈক পারভেজ এর নেতৃত্বে একদল ভূমিদস্যু জোরপূর্বক আমাদের জমি জবর দখলে নিতে অপচেষ্টা লিপ্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে তারা জানান।
জায়গার অন্যান্য মালিকগণ হলেন, স.ঊ.ম আবদুস সামাদ ৮ শতক, কাজী আব্দুল্লাহ, কাজী আরিফ ও কাজী হাসান ৮ শতক, ইসমাইল হোসেন ৪ শতক, নুরুল আলম ৪ শতক, আবদুল মান্নান সিআইপি ৪ শতক, জাহেদুল ইসলাম ৬ শতক, মাহফুজুর রহমান ৪ শতক, সেলিম উদ্দিন ৬ শতক ও মোহাম্মদ আরিফ ৮ শতক।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি জমি দখলের চেষ্টা করেছিলেন। ৯৯৯-এ কল করে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দখলের চেষ্টা করা ব্যক্তিরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।