গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় রোববার বিকালে একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরেই কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে বিকাল পৌনে চারটা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদরর্শক মো. রাজিব হোসেন।
জানা যায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরী থেকে বরখাস্ত (টার্মিনেশন) করা হয়। বরখাস্তকৃত ০শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ ব্যাাকলিস্টে রাখা হয়েছে। ফলে তাদের অন্য কোন কারখানায় চাকুরী হচ্ছে না। একারণে বিজিএমইএ থেকে ব্যাাকলিস্ট অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার দুপুরের সময় কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরেই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান পাট।
ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন শ্রমিক মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে, বিকেল পৌনে চারটা সময় ছাঁটাইকৃত শ্রমিকরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভিতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদরর্শক মো: রাজিব হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের কিছু শ্রমিক ছাটাই করা হয়। পরে তাদের নাম ব্যাাকলিস্টে দেয়ার প্রতিবাদে ও লিষ্ট থেকে নাম কর্তনের দাবীতে আন্দোলন করার সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ অবস্থান করছে।
বিকাল ৫ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকদের মধ্যে আলোচনা চলছিল।
রোববার, ০১ ডিসেম্বর ২০২৪
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় রোববার বিকালে একটি পোশাক কারখানার ছাটাইকৃত শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরেই কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে বিকাল পৌনে চারটা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি. কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদরর্শক মো. রাজিব হোসেন।
জানা যায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ জন শ্রমিককে চাকরী থেকে বরখাস্ত (টার্মিনেশন) করা হয়। বরখাস্তকৃত ০শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ, তাদের নাম বিজিএমইএ ব্যাাকলিস্টে রাখা হয়েছে। ফলে তাদের অন্য কোন কারখানায় চাকুরী হচ্ছে না। একারণে বিজিএমইএ থেকে ব্যাাকলিস্ট অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার দুপুরের সময় কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরেই ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকান পাট।
ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন শ্রমিক মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে, বিকেল পৌনে চারটা সময় ছাঁটাইকৃত শ্রমিকরা মূল ফটকে এসে আবার হামলা চালায়। পরে কারখানার ভিতর থেকে কর্মকর্তারা এসে পাল্টা ধাওয়া দিলে শ্রমিকরা পিছু হটে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদরর্শক মো: রাজিব হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় ইসলাম গার্মেন্টসের কিছু শ্রমিক ছাটাই করা হয়। পরে তাদের নাম ব্যাাকলিস্টে দেয়ার প্রতিবাদে ও লিষ্ট থেকে নাম কর্তনের দাবীতে আন্দোলন করার সময় শ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশ অবস্থান করছে।
বিকাল ৫ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিল্প পুলিশ ও কারখানা শ্রমিকদের মধ্যে আলোচনা চলছিল।