বহু প্রতীক্ষিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিশেষ লেনে বিআরটিসির ১০টি শীতাতপনিয়ন্ত্রিত বাসের চলাচল শুরু হচ্ছে। বিজয় দিবসকে সামনে রেখে আগামীকাল রোববার এই বাসসেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুরুতে গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে বাস চলবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ৭০ টাকা, আর শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ১৪০ টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে। বিআরটি লেনে চলাচলের মাধ্যমে কম সময়ে যাতায়াতের সুবিধা পাবেন যাত্রীরা।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং ভোগান্তির কারণে এর খরচ বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রকল্পের অনেক কাজ এখনও অসমাপ্ত থাকলেও, বাস চলাচল শুরুর মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
এছাড়া, সড়কের চাপ কমাতে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত চার জোড়া কমিউটার ট্রেন চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
বহু প্রতীক্ষিত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিশেষ লেনে বিআরটিসির ১০টি শীতাতপনিয়ন্ত্রিত বাসের চলাচল শুরু হচ্ছে। বিজয় দিবসকে সামনে রেখে আগামীকাল রোববার এই বাসসেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুরুতে গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে বাস চলবে। শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ৭০ টাকা, আর শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ১৪০ টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে। বিআরটি লেনে চলাচলের মাধ্যমে কম সময়ে যাতায়াতের সুবিধা পাবেন যাত্রীরা।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং ভোগান্তির কারণে এর খরচ বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রকল্পের অনেক কাজ এখনও অসমাপ্ত থাকলেও, বাস চলাচল শুরুর মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
এছাড়া, সড়কের চাপ কমাতে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত চার জোড়া কমিউটার ট্রেন চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।