ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী- আব্দুল্লাহপুর বেইলি ব্রীজের ওয়ান ওয়ে ভেঙে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ শনিবার(২১ ডিসেম্বর) ভোররাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী- আব্দুল্লাহপুর বেইলি ব্রীজের ওয়ান ওয়ে( আব্দুল্লাহপুর -টঙ্গী) আজ ভোরে হঠাৎ ভেঙে পড়ে। এসময় ব্রীজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের একটি কাভার্ড ভ্যান আটকা পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল খায়ের গ্রুপের এক কর্মকর্তা জানান, উক্ত দুর্ঘটনায় কোন লোক মারা যায় নি। ড্রাইভার এবং হেলপার গাড়িটি দুর্ঘটনায় কবলিত হলে দৌড়ে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, পুলিশ পাঠিয়েছি।
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম সংবাদকে বলেন, বড় ব্রীজ নির্মানের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রীজ নির্মান করা হয়। বড় ব্রীজ নির্মান শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রীজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেয়া আছে। এখন ভাঙা ব্রীজ নদী থেকে তুলে নতুন করে তৈরী করা হবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপদের বড় ব্রীজ নির্মানের সময় নির্মিত এই বেইলি ব্রীজেই চলাচল করত গাড়ি। এখন বড় ব্রীজ থাকলেও বেইলি ব্রীজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর টঙ্গী - আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগ স্থলে দুটি বেইলি ব্রীজ আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়তের বেইলী ব্রিজ ভেঙে যায়।
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীতে নির্মিত টঙ্গী- আব্দুল্লাহপুর বেইলি ব্রীজের ওয়ান ওয়ে ভেঙে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ শনিবার(২১ ডিসেম্বর) ভোররাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর উপর নির্মিত টঙ্গী- আব্দুল্লাহপুর বেইলি ব্রীজের ওয়ান ওয়ে( আব্দুল্লাহপুর -টঙ্গী) আজ ভোরে হঠাৎ ভেঙে পড়ে। এসময় ব্রীজ পার হওয়া আবুল খায়ের গ্রুপের একটি কাভার্ড ভ্যান আটকা পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল খায়ের গ্রুপের এক কর্মকর্তা জানান, উক্ত দুর্ঘটনায় কোন লোক মারা যায় নি। ড্রাইভার এবং হেলপার গাড়িটি দুর্ঘটনায় কবলিত হলে দৌড়ে পালিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, পুলিশ পাঠিয়েছি।
গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম সংবাদকে বলেন, বড় ব্রীজ নির্মানের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য এই বেইলি ব্রীজ নির্মান করা হয়। বড় ব্রীজ নির্মান শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রীজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দেয়া আছে। এখন ভাঙা ব্রীজ নদী থেকে তুলে নতুন করে তৈরী করা হবে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীতে সড়ক ও জনপদের বড় ব্রীজ নির্মানের সময় নির্মিত এই বেইলি ব্রীজেই চলাচল করত গাড়ি। এখন বড় ব্রীজ থাকলেও বেইলি ব্রীজে অনেক গাড়ি চলাচল করে। তুরাগ নদীর টঙ্গী - আব্দুল্লাহপুর দুই তীরের সংযোগ স্থলে দুটি বেইলি ব্রীজ আছে। একটিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও আরেকটিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন যাতায়াত করে। আজকে ঢাকা থেকে ময়মনসিংহগামী পরিবহন যাতায়তের বেইলী ব্রিজ ভেঙে যায়।