গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি একটি কারখানার অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। মুর্হুমুহ বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে উঠে। এসময় কারখানার ভিতরে থাকা লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। তারা কারখানা থেকে বেরিয়ে আসে। ভয়ে কারখানার আশপাশের বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে থাকে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর পাওয়া যায়। খভর পেয়ে ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশী হওয়ায় এবং কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের পাওয়া যায়, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণের হচ্ছিল।
তিনি আরো বলেন, আমরা আসার আগে ২-৩জন আহত হওয়ার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিং করার সময় আমরা একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে নিহতের মরদেহে বিস্তারিত পরিচয় জানা যায়নি। এখন ডাম্পিং এর কাজ চলছে। তিনি জানান, ডাম্পিং শেষ করতে সময় লাগবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমরা একটি মরদেহ পেয়েছি। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কোন নিখোজ তথ্যও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
রোববার, ২২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি একটি কারখানার অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। মুর্হুমুহ বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে উঠে। এসময় কারখানার ভিতরে থাকা লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। তারা কারখানা থেকে বেরিয়ে আসে। ভয়ে কারখানার আশপাশের বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিতে থাকে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর পাওয়া যায়। খভর পেয়ে ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশী হওয়ায় এবং কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের পাওয়া যায়, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণের হচ্ছিল।
তিনি আরো বলেন, আমরা আসার আগে ২-৩জন আহত হওয়ার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিং করার সময় আমরা একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে নিহতের মরদেহে বিস্তারিত পরিচয় জানা যায়নি। এখন ডাম্পিং এর কাজ চলছে। তিনি জানান, ডাম্পিং শেষ করতে সময় লাগবে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, আমরা একটি মরদেহ পেয়েছি। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কোন নিখোজ তথ্যও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।