সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ২০০ গজ ভারতের ভেতরে ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত সবুজ মিয়া (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, সবুজসহ কয়েকজন ভারতীয় সীমান্তে প্রবেশ করলে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে খাসিয়া নাগরিকরা গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করে। এতে সবুজ গুলিবিদ্ধ হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত সবুজ ভারতীয় গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জখম হওয়ার পর সবুজের সহযোগীরা তাকে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসে। পরে তার পরিবার লাশ পাওয়ার বিষয়টি বিজিবি ও পুলিশকে জানায়।
এর আগে, বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মারুফ আহমদ নামে এক কিশোর নিহত হয়। মারুফ (১৬) জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী ঝিঙাবাড়ি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে দুই বাংলাদেশি নিহত হল।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রতিবাদ লিপি দিয়েছে। পাশাপাশি খাসিয়া নাগরিকদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।’
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ২০০ গজ ভারতের ভেতরে ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত সবুজ মিয়া (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, সবুজসহ কয়েকজন ভারতীয় সীমান্তে প্রবেশ করলে খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে খাসিয়া নাগরিকরা গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করে। এতে সবুজ গুলিবিদ্ধ হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত সবুজ ভারতীয় গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জখম হওয়ার পর সবুজের সহযোগীরা তাকে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসে। পরে তার পরিবার লাশ পাওয়ার বিষয়টি বিজিবি ও পুলিশকে জানায়।
এর আগে, বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মারুফ আহমদ নামে এক কিশোর নিহত হয়। মারুফ (১৬) জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী ঝিঙাবাড়ি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে দুই বাংলাদেশি নিহত হল।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রতিবাদ লিপি দিয়েছে। পাশাপাশি খাসিয়া নাগরিকদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।’