কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন ১৯ জন শ্রমিক। এরই মধ্যে অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবার। অপহৃত ব্যক্তিদের মধ্যে থেকে ১৭ জনের নাম ঠিকানা পাওয়া গেলেও আরও দুইজনের নাম জানা যায়নি।
তারা হলেন, সাইফুল ইসলাম (২২), মো সৈয়দ (৫০), মো রফিক (৩৫),আইয়ুব খান (১৮),আইয়ুব আলী (৫০), আনসার উল্লাহ (১৮), আয়াত উল্লাহ (২২), মো সামছুল আলম (৪৫), মো ইসলাম (২১), সামছুল ইসলাম (৪০), মো ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১) , সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), মো আইয়ুব (৫০), মোহাম্মদ আমিন (১৮)। আরও ২জনের নাম জানা যায়নি।
ভুক্তভোগি পরিবারের দাবি, পাহাড়ে থাকা রোহিঙ্গা অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে পরিবারগুলোকে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণের দাবি করা টাকা দিতে না পারলে তাঁদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাঁদের অপহরণ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ইউএনও বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাঁদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাঁদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।
বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, বনবিভাগের পরিচ্ছন্নতার কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাব ও বনবিভাগে কর্মীসহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছেন।অপহৃরিত ১৯ জনের মধ্যে ১৭জনের নাম-ঠিকানা পাওয়া গেলেও আরও দুইজনের নাম জানা যায়নি। তবে মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা ভুক্তভোগি পরিবারগুলোকে ফোন দিচ্ছে বলে তিনি জেনেছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অপহৃরিত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, তার ছেলের মুঠোফোন থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। আমার ছেলের বাবত একলাখ টাকাসহ ১৯ জনের জন্য ১৯ লাখ টাকা দাবি করা হচ্ছে। তাদের দাবি করা টাকা আমার নেই বললেই তারা ছেলেকে মারধর ও নিযাতন করে ছেলের মাকে ফোন দিচ্ছে। র্যাব, পুলিশ নিয়ে ঝামেলা করলে অপহরিতদের লাশ পাঠানো হবে বলেও হুমকি দিয়েছে।
আনসার উল্লাহ (১৮) ও আয়াত উল্লাহ (২২) এর মা খতিজা বেগম বলেন, দুই ছেলেকে অপহরণের পর এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে আজ দুপুরের দিকে ফোন করেছিল সন্ত্রাসীরা। দাবি করা টাকা না দিলে দুই ছেলের লাশ নিতে প্রস্তুত থাকার জন্য বলে।
হ্নীলা ইউপির সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওযা লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না দিলে অপহৃরিতদের নানান ধরনের নিযাতন করা হয়। এলাকার লোকজন অপহরণ আতঙ্কের মধ্যে বসবাস করে আসছে। এ প্রসঙ্গে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানাগেছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫১ জনের অপহরণের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে ৯১জন স্থানীয় বাসিন্দা, ৫৯জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলোতে অপরাধমূলক কার্যক্রমের ইতিহাস দীর্ঘ। পাহাড়ি এলাকাগুলোতে এমন অপহরণের ঘটনা নতুন নয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা।
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন ১৯ জন শ্রমিক। এরই মধ্যে অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবার। অপহৃত ব্যক্তিদের মধ্যে থেকে ১৭ জনের নাম ঠিকানা পাওয়া গেলেও আরও দুইজনের নাম জানা যায়নি।
তারা হলেন, সাইফুল ইসলাম (২২), মো সৈয়দ (৫০), মো রফিক (৩৫),আইয়ুব খান (১৮),আইয়ুব আলী (৫০), আনসার উল্লাহ (১৮), আয়াত উল্লাহ (২২), মো সামছুল আলম (৪৫), মো ইসলাম (২১), সামছুল ইসলাম (৪০), মো ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১) , সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), মো আইয়ুব (৫০), মোহাম্মদ আমিন (১৮)। আরও ২জনের নাম জানা যায়নি।
ভুক্তভোগি পরিবারের দাবি, পাহাড়ে থাকা রোহিঙ্গা অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে পরিবারগুলোকে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণের দাবি করা টাকা দিতে না পারলে তাঁদের লাশ বাড়িতে পাঠাবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাঁদের অপহরণ করা হয়। এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ইউএনও বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাঁদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাঁদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।
বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, বনবিভাগের পরিচ্ছন্নতার কাজ করতে গেলে তাদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাব ও বনবিভাগে কর্মীসহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছেন।অপহৃরিত ১৯ জনের মধ্যে ১৭জনের নাম-ঠিকানা পাওয়া গেলেও আরও দুইজনের নাম জানা যায়নি। তবে মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা ভুক্তভোগি পরিবারগুলোকে ফোন দিচ্ছে বলে তিনি জেনেছেন। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
অপহৃরিত সাইফুল ইসলামের বাবা জুহুর আলম বলেন, তার ছেলের মুঠোফোন থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে। আমার ছেলের বাবত একলাখ টাকাসহ ১৯ জনের জন্য ১৯ লাখ টাকা দাবি করা হচ্ছে। তাদের দাবি করা টাকা আমার নেই বললেই তারা ছেলেকে মারধর ও নিযাতন করে ছেলের মাকে ফোন দিচ্ছে। র্যাব, পুলিশ নিয়ে ঝামেলা করলে অপহরিতদের লাশ পাঠানো হবে বলেও হুমকি দিয়েছে।
আনসার উল্লাহ (১৮) ও আয়াত উল্লাহ (২২) এর মা খতিজা বেগম বলেন, দুই ছেলেকে অপহরণের পর এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে আজ দুপুরের দিকে ফোন করেছিল সন্ত্রাসীরা। দাবি করা টাকা না দিলে দুই ছেলের লাশ নিতে প্রস্তুত থাকার জন্য বলে।
হ্নীলা ইউপির সদস্য মোহাম্মদ আলী বলেন, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এরপর মুক্তিপণ আদায় করে ধরে নিয়ে যাওযা লোকজনকে ছেড়ে দেয়। সন্ত্রাসীদের দাবি করা টাকা না দিলে অপহৃরিতদের নানান ধরনের নিযাতন করা হয়। এলাকার লোকজন অপহরণ আতঙ্কের মধ্যে বসবাস করে আসছে। এ প্রসঙ্গে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানাগেছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫১ জনের অপহরণের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে ৯১জন স্থানীয় বাসিন্দা, ৫৯জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলোতে অপরাধমূলক কার্যক্রমের ইতিহাস দীর্ঘ। পাহাড়ি এলাকাগুলোতে এমন অপহরণের ঘটনা নতুন নয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা।