মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় ভল্ট ভেঙে ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার অফিস সহকারী হাকিমুল ইসলাম জানান, গতকাল ব্যাংকের লেনদেন বন্ধের পর হিসাব করে টাকা ভল্টে রেখে কর্মকর্তারা শাখা বন্ধ করেন। আজ সকালে ব্যাংকে এসে দেখেন, প্রধান ফটকের তালা ঠিক থাকলেও ভল্টের তালা ভাঙা। বিষয়টি সঙ্গে সঙ্গে শাখা ব্যবস্থাপককে জানানো হয়।
শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, চোরেরা জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে ভল্টের টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় ভল্ট ভেঙে ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা চুরির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার অফিস সহকারী হাকিমুল ইসলাম জানান, গতকাল ব্যাংকের লেনদেন বন্ধের পর হিসাব করে টাকা ভল্টে রেখে কর্মকর্তারা শাখা বন্ধ করেন। আজ সকালে ব্যাংকে এসে দেখেন, প্রধান ফটকের তালা ঠিক থাকলেও ভল্টের তালা ভাঙা। বিষয়টি সঙ্গে সঙ্গে শাখা ব্যবস্থাপককে জানানো হয়।
শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, চোরেরা জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে ভল্টের টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।