নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপি নেতাদের হুকুমে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হয়ে শয্যাশায়ী হয়েছেন সাংবাদিক আনিছুর রহমান।
জানা গেছে, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনির পালিত ও রায়হান হত্যা মামলার আসামি সন্ত্রাসী মোহন আনিছুর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে বিএনপি নেতাদের ভাই মাহাবুব ও সন্ত্রাসী মোহন সাংবাদিক আনিছকে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সহকর্মীরা। আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে সে। তবে কে এই ঘটনা ঘটিয়েছে আমি জানি না। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপি নেতাদের হুকুমে সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হয়ে শয্যাশায়ী হয়েছেন সাংবাদিক আনিছুর রহমান।
জানা গেছে, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দু’পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনির পালিত ও রায়হান হত্যা মামলার আসামি সন্ত্রাসী মোহন আনিছুর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে বিএনপি নেতাদের ভাই মাহাবুব ও সন্ত্রাসী মোহন সাংবাদিক আনিছকে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সহকর্মীরা। আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে সে। তবে কে এই ঘটনা ঘটিয়েছে আমি জানি না। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।