ইজারাদারের বিরুদ্ধে অভিযোগ, পরিবহন শ্রমিকদের আট দফা দাবি
সিলেট -সুনামগঞ্জ সড়কের লামাকাজী সেতুর টোল আদায়ের কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে, তবে এটি আগের প্রান্তিকের তুলনায় প্রায় অর্ধেক কম দামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি সেতুটির দায়িত্বে থাকা সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীদুল ইসলাম জানান, সেতুটি তিন বছরের জন্য মেসার্স মাহি এন্টারপ্রাইজকে ইজারা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন, তবে রিয়ার অ্যাডমিরাল এম এ খান স্বাক্ষরিত চিঠিতে মেসার্স মাহি এন্টারপ্রাইজকে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ কোটি ৬ লাখ টাকা ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এই ইজারা সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে সিলেটের পরিবহন শ্রমিকরা ১২ জানুয়ারি একটি সমাবেশ আয়োজন করেছে। সমাবেশে তারা সড়ক পরিবহন শ্রমিক আইন-২০১৮ বাতিল, সিলেটের সিএনজিচালিত যানবাহনের গ্যাস লোডের সমস্যা সমাধান এবং সিলেটে পরিবহন শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি তুলেছে।
শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, "আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে ২ ফেব্রুয়ারি থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন কর্মবিরতি পালন করা হবে।"
শ্রমিকদের আট দফা দাবি মেনে না নেওয়া হলে সিলেটে পরিবহন ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ইজারাদারের বিরুদ্ধে অভিযোগ, পরিবহন শ্রমিকদের আট দফা দাবি
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সিলেট -সুনামগঞ্জ সড়কের লামাকাজী সেতুর টোল আদায়ের কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে, তবে এটি আগের প্রান্তিকের তুলনায় প্রায় অর্ধেক কম দামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি সেতুটির দায়িত্বে থাকা সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীদুল ইসলাম জানান, সেতুটি তিন বছরের জন্য মেসার্স মাহি এন্টারপ্রাইজকে ইজারা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন, তবে রিয়ার অ্যাডমিরাল এম এ খান স্বাক্ষরিত চিঠিতে মেসার্স মাহি এন্টারপ্রাইজকে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ কোটি ৬ লাখ টাকা ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
এই ইজারা সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে সিলেটের পরিবহন শ্রমিকরা ১২ জানুয়ারি একটি সমাবেশ আয়োজন করেছে। সমাবেশে তারা সড়ক পরিবহন শ্রমিক আইন-২০১৮ বাতিল, সিলেটের সিএনজিচালিত যানবাহনের গ্যাস লোডের সমস্যা সমাধান এবং সিলেটে পরিবহন শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি তুলেছে।
শ্রমিক নেতা ময়নুল ইসলাম বলেন, "আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে ২ ফেব্রুয়ারি থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন কর্মবিরতি পালন করা হবে।"
শ্রমিকদের আট দফা দাবি মেনে না নেওয়া হলে সিলেটে পরিবহন ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।