অগ্নিকান্ডে বরগুনা আমতলীতে ১৬টি দোকান এবং গাজীপুরের শ্রীপুরে ৩টি পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে ২টি মন্দিরে আগুন দিয়েছে র্দুর্বৃত্তরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
আমতলী (বরগুনা) : বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী খেকুয়ানী বাজারে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে জামাল বেপারী মো. নুর আলম, শাহিন ও রুস্তুম মৃধার মুদি-মনোহারী দোকান, ইমরান সরদারের ফার্মেসি, পরিমল চন্দ্র শীলের সেলুন, মনির তালুকদারের গোডাউন, ২টি খালি ঘর এবং চায়ের দোকানসহ ১৬টি দোকান। গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনির জানান, ঘটনাস্থানে গিয়েছিলাম। ইউনিয়ন পরিষদের সকল সদস্য বসে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করবো। আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারিং ইন্সপেক্টর মো. হানিফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন গেলেছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ করায় বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্তদেরকে সহয়তা দেয়া হবে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১টি ভাঙ্গারির দোকান, ১টি মোটরসাইকেল মেরামতের দোকান এবং ১টি মিনি কাপড় তৈরির কারখানা পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী আসিফ হোসেনে আহত হয়েছেন। গত সোমবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ (সাতরাস্তা মোড়) সংলগ্ন স্থানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, গত সোমবার দিবাগত রাত ২টায় ভাঙ্গারির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আলী হোসেনের মিনি কাপড় তৈরির কারখানায় আগুন লেগে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী আসিফ হোসেনে পায়ে আগুনের তাপ লেগে একটু ঝলসে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মাওনা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ২টি মন্দিরে রাতের আধাঁরে আগুন দিয়েছে র্দুর্বৃত্তরা। গত সোমবার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে মন্দিরের প্রতিমা এবং পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছ তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ফুকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ফুকরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘপটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
অগ্নিকান্ডে বরগুনা আমতলীতে ১৬টি দোকান এবং গাজীপুরের শ্রীপুরে ৩টি পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে ২টি মন্দিরে আগুন দিয়েছে র্দুর্বৃত্তরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
আমতলী (বরগুনা) : বরগুনা আমতলী উপজেলার গুলিশাখালী খেকুয়ানী বাজারে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে জামাল বেপারী মো. নুর আলম, শাহিন ও রুস্তুম মৃধার মুদি-মনোহারী দোকান, ইমরান সরদারের ফার্মেসি, পরিমল চন্দ্র শীলের সেলুন, মনির তালুকদারের গোডাউন, ২টি খালি ঘর এবং চায়ের দোকানসহ ১৬টি দোকান। গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনির জানান, ঘটনাস্থানে গিয়েছিলাম। ইউনিয়ন পরিষদের সকল সদস্য বসে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করবো। আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারিং ইন্সপেক্টর মো. হানিফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন গেলেছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণ করায় বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্তদেরকে সহয়তা দেয়া হবে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১টি ভাঙ্গারির দোকান, ১টি মোটরসাইকেল মেরামতের দোকান এবং ১টি মিনি কাপড় তৈরির কারখানা পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ভাঙ্গারি ব্যবসায়ী আসিফ হোসেনে আহত হয়েছেন। গত সোমবার রাতে শ্রীপুর পৌরসভার লোহাগাছ (সাতরাস্তা মোড়) সংলগ্ন স্থানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, গত সোমবার দিবাগত রাত ২টায় ভাঙ্গারির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আলী হোসেনের মিনি কাপড় তৈরির কারখানায় আগুন লেগে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী আসিফ হোসেনে পায়ে আগুনের তাপ লেগে একটু ঝলসে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মাওনা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ২টি মন্দিরে রাতের আধাঁরে আগুন দিয়েছে র্দুর্বৃত্তরা। গত সোমবার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে মন্দিরের প্রতিমা এবং পূজার সরঞ্জামাদি পুড়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছ তা এখন পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক, ফুকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, ফুকরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘপটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।