চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল বসতঘর। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফাপাড়ায় এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন সিএনজি চালক মুহাম্মদ রাশেদ।
স্থানীয়রা জানান, রাশেদের ঘরে আগুন দেখে এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। প্রায় অনেকক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সবকিছু পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার( ২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে। এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি।
উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিটার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসেন। তারা বলেন আর আসতে হবেনা।
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল বসতঘর। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফাপাড়ায় এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেন সিএনজি চালক মুহাম্মদ রাশেদ।
স্থানীয়রা জানান, রাশেদের ঘরে আগুন দেখে এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। প্রায় অনেকক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সবকিছু পুড়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার( ২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে। এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি।
উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিটার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আসেন। তারা বলেন আর আসতে হবেনা।