লক্ষ্মীপুরের সদর উপজেলায় তিনদিন আগে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চররুহিতা গ্রামে থেকে সোমবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি স্থানীয় শাকচর জব্বার মাস্টার হাটের দই ব্যবসায়ী ছিলেন।
গত ৩১ জানুয়ারি রাত থেকে পারভেজ নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
পারভেজের পরিবারের বরাতে ওসি বলছেন, “সেদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন পারভেজ। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে পারভেজকে না পেয়ে পরদিন ভাই মো. ফয়েজ লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“এরই মধ্যে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার এবং স্বজনরা মরদেহ শনাক্ত করে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন তারা।
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
লক্ষ্মীপুরের সদর উপজেলায় তিনদিন আগে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চররুহিতা গ্রামে থেকে সোমবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান।
নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি স্থানীয় শাকচর জব্বার মাস্টার হাটের দই ব্যবসায়ী ছিলেন।
গত ৩১ জানুয়ারি রাত থেকে পারভেজ নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
পারভেজের পরিবারের বরাতে ওসি বলছেন, “সেদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন পারভেজ। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে পারভেজকে না পেয়ে পরদিন ভাই মো. ফয়েজ লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“এরই মধ্যে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার এবং স্বজনরা মরদেহ শনাক্ত করে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন তারা।