চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। অপরদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী এবং ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
সীতাকুণ্ডে (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকাল ৬টায় উপজেলার বাংলা বাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন আনোয়ার মিয়া এবং রহিমা বেগম। তারা দুজনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। বারআউলিয়া হাইওয়ে থানার এসআই নুরুল আফছার বলেন, নারায়ণগঞ্জ থেকে ৩টি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গত সোমবার সকালে বাংলা বাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী আনোয়ার মিয়া নিহত হন। পরে মাইক্রোবাসের আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে রহিমা বেগম নামে আরেক যাত্রী মারা যান।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই বাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সেলিম রেজা উপজেলার দাদপুর বালশা বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাসটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার সকালের উপজেলার গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুঘৃটনায় নিহত নাজিম উদ্দিন উপজেলার সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। অপরদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী এবং ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
সীতাকুণ্ডে (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং দুই জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকাল ৬টায় উপজেলার বাংলা বাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন আনোয়ার মিয়া এবং রহিমা বেগম। তারা দুজনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। বারআউলিয়া হাইওয়ে থানার এসআই নুরুল আফছার বলেন, নারায়ণগঞ্জ থেকে ৩টি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গত সোমবার সকালে বাংলা বাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী আনোয়ার মিয়া নিহত হন। পরে মাইক্রোবাসের আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে রহিমা বেগম নামে আরেক যাত্রী মারা যান।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে সেলিম রেজা নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই বাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সেলিম রেজা উপজেলার দাদপুর বালশা বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাসটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার সকালের উপজেলার গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুঘৃটনায় নিহত নাজিম উদ্দিন উপজেলার সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।