নরসিংদীতে একটি টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নরসিংদী : নরসিংদীতে একটি টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গত সোমবার বিকালে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত মরিয়ম টেক্সটাইলের গুদামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন,অগ্নিকাণ্ডে খবর পেয়ে নরসিংদী এবং মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো হবে।
পূর্বাচল (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটানাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বাজারের বাবুল মিয়া, জনি মিয়া, আব্দুল্লাহ, বাদল, আলামিন, ইসমত আলী, আক্কেল আলী, মামুন মিয়া, জলিল মিয়া এবং রেজওয়ান মিয়ার দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনপেক্টর আল মাসুদ বলেন, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয় বিদ্যুৎ অফিসের যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
নরসিংদীতে একটি টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
নরসিংদী : নরসিংদীতে একটি টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। গত সোমবার বিকালে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত মরিয়ম টেক্সটাইলের গুদামে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন,অগ্নিকাণ্ডে খবর পেয়ে নরসিংদী এবং মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো হবে।
পূর্বাচল (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটানাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বাজারের বাবুল মিয়া, জনি মিয়া, আব্দুল্লাহ, বাদল, আলামিন, ইসমত আলী, আক্কেল আলী, মামুন মিয়া, জলিল মিয়া এবং রেজওয়ান মিয়ার দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনপেক্টর আল মাসুদ বলেন, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয় বিদ্যুৎ অফিসের যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।