মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মোস্তাক আহম্মেদের স্ত্রী। মঙ্গলবার রাত পৌনে বারটার দিকে ঘিওর থানার পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ৯টার দিকে সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মোস্তাক আহম্মেদের স্ত্রী। মঙ্গলবার রাত পৌনে বারটার দিকে ঘিওর থানার পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ৯টার দিকে সুমাইয়া আক্তারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।