মোরেলগঞ্জ (বাগেরহাট) : পরিবার কল্যাণ সহকারীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ -সংবাদ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যান সহকারী শামীম আরা ঢাকায় অবস্থান করে ১৯৯০ সাল থেকে অফিস না করেই বছর পর বছর অনিয়ম তান্ত্রিকভাবে বেতন ভাতা তুলছেন। তার লাগাতার এ অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিল্ড পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরে অভিযোগ দায়ের করেছেন পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্ট্যাব্যাপী এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউ ভি) মাঠ পর্যায়ে ৮৭ জন কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, পরিবার পরিকল্পনা অফিসের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা দীর্ঘ বছর ধরে কর্মস্থলে অফিস না করে ঢাকায় অবস্থান করে মাঝের মধ্যে দায়সারাভাবে কর্মস্থলে এসে নামেমাত্র চাকরি করে বেতন ভাতা উত্তোলন করছেন। দীর্ঘদিনের তার এ অনিয়মের কারণে সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিগত দিনে এ অফিসের কর্মকর্তাদের ভয়ভীতি ও চাপপ্রয়োগ করে রাজনৈতিক শেল্টারে দিনের পর দিন অনিয়ম করে আসছেন।
সম্প্রতি মোরেলগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক তার অনিয়মের প্রতিবাদ করায় শামীম আরার স্বামী মিজানুর রহমান কর্মকর্তাকে হুমকি অশ্লীল ভাষায় গালমন্দ করে। এছাড়া কর্মকর্তা ডা. হাসান তারেকের বিরুদ্ধে ঢাকা মহাপরিচালক বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা বলেন, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথভাবে জানানো হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অশ্লীল ব্যবহার কথাটি সঠিক নয়।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : পরিবার কল্যাণ সহকারীর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ -সংবাদ
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যান সহকারী শামীম আরা ঢাকায় অবস্থান করে ১৯৯০ সাল থেকে অফিস না করেই বছর পর বছর অনিয়ম তান্ত্রিকভাবে বেতন ভাতা তুলছেন। তার লাগাতার এ অনিয়মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিল্ড পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরে অভিযোগ দায়ের করেছেন পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্ট্যাব্যাপী এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নেয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউ ভি) মাঠ পর্যায়ে ৮৭ জন কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করে বলেন, পরিবার পরিকল্পনা অফিসের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা দীর্ঘ বছর ধরে কর্মস্থলে অফিস না করে ঢাকায় অবস্থান করে মাঝের মধ্যে দায়সারাভাবে কর্মস্থলে এসে নামেমাত্র চাকরি করে বেতন ভাতা উত্তোলন করছেন। দীর্ঘদিনের তার এ অনিয়মের কারণে সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিগত দিনে এ অফিসের কর্মকর্তাদের ভয়ভীতি ও চাপপ্রয়োগ করে রাজনৈতিক শেল্টারে দিনের পর দিন অনিয়ম করে আসছেন।
সম্প্রতি মোরেলগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক তার অনিয়মের প্রতিবাদ করায় শামীম আরার স্বামী মিজানুর রহমান কর্মকর্তাকে হুমকি অশ্লীল ভাষায় গালমন্দ করে। এছাড়া কর্মকর্তা ডা. হাসান তারেকের বিরুদ্ধে ঢাকা মহাপরিচালক বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শামীম আরা বলেন, তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথভাবে জানানো হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অশ্লীল ব্যবহার কথাটি সঠিক নয়।