রাজশাহীতে বিষ দেয়া বাঁধাকপি খেয়ে ৭টি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হওয়া আরো ৬০টি গরুকে চিকিৎসা দিয়েছেন পশু চিকিৎসকরা। বুধবার সন্ধ্যা ৬টায় জেলার পবা উপজেলার বালিয়াগ্রামে এই ঘটনা ঘটে। মৃত গরুগুলোর মালিক ৩ জন। এরমধ্যে বালিয়া এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে জুয়েল রানার ১টি, তার ছোটভাই সোহেল রানার ৪টি এবং একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে করিমের ২টি গরুর মৃত্যু হয়েছে।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান বলেন, পালের ৬০ থেকে ৬৫টি গরু ওই বাঁধাকপিগুলো খেয়েছিল। সেগুলোর মধ্যে ৭টি গরু মারা গেছে। জীবিত গরুগুলোর শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। যে গরুগুলো মারা গেছে সেগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
রাজশাহীতে বিষ দেয়া বাঁধাকপি খেয়ে ৭টি গরুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হওয়া আরো ৬০টি গরুকে চিকিৎসা দিয়েছেন পশু চিকিৎসকরা। বুধবার সন্ধ্যা ৬টায় জেলার পবা উপজেলার বালিয়াগ্রামে এই ঘটনা ঘটে। মৃত গরুগুলোর মালিক ৩ জন। এরমধ্যে বালিয়া এলাকার মৃত মোসলেম মন্ডলের ছেলে জুয়েল রানার ১টি, তার ছোটভাই সোহেল রানার ৪টি এবং একই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে করিমের ২টি গরুর মৃত্যু হয়েছে।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান বলেন, পালের ৬০ থেকে ৬৫টি গরু ওই বাঁধাকপিগুলো খেয়েছিল। সেগুলোর মধ্যে ৭টি গরু মারা গেছে। জীবিত গরুগুলোর শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। যে গরুগুলো মারা গেছে সেগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।