টাঙ্গাইলের ধনবাড়ীতে আদালতের নির্দেশে বেদখলকৃত জমি উদ্ধারে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ভাইঘাট এলাকার ফরহাদ আলীর সাড়ে সাত শতাংশ জমি প্রতিবেশী হায়দার আলী বেদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রেখেছিলেন। ফরহাদ আলী এব্যাপারে টাঙ্গাইল আদালতে জমি উদ্ধারে উচ্ছেদ মামলা দায়ের করলে মামলায় তিনি রায় পান। সেই রায়েই বিজ্ঞ আদালতের নির্দেশে টাঙ্গাইল জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল জজ কোর্টের সিভিল কোর্ট কমিশনার খন্দকার সাইফুল ইসলামসহ টাঙ্গাইল জেলা পুলিশ ও ধনবাড়ী থানা পুলিশ সার্বিকভাবে উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন। টাঙ্গাইল জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম জানান, পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতায় এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে আদালতের নির্দেশে বেদখলকৃত জমি উদ্ধারে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ভাইঘাট এলাকার ফরহাদ আলীর সাড়ে সাত শতাংশ জমি প্রতিবেশী হায়দার আলী বেদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রেখেছিলেন। ফরহাদ আলী এব্যাপারে টাঙ্গাইল আদালতে জমি উদ্ধারে উচ্ছেদ মামলা দায়ের করলে মামলায় তিনি রায় পান। সেই রায়েই বিজ্ঞ আদালতের নির্দেশে টাঙ্গাইল জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল জজ কোর্টের সিভিল কোর্ট কমিশনার খন্দকার সাইফুল ইসলামসহ টাঙ্গাইল জেলা পুলিশ ও ধনবাড়ী থানা পুলিশ সার্বিকভাবে উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন। টাঙ্গাইল জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম জানান, পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতায় এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।