কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে পরিবেশের দূষণকারী ইটভাটায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি।মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক, বিএ-৬৩৮০ লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বাধীন কলারোয়া থানার হেলাতলা নামক স্থানে পরিবেশ দূষণ করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট তৈরি করছে এমন ২টি ইটভাটায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সহকারী পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে ১৫ জন বিজিবি সদস্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সঙ্গে ৩ জন এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযানে যথাক্রমে ভাই ভাই ব্রিকস-এর মালিক মো. শাহাদাত হোসেনকে দুই লাখ এবং সরদার ব্রিকস-এর মালিক মো. আরিফুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে পরিবেশের দূষণকারী ইটভাটায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি।মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক, বিএ-৬৩৮০ লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বাধীন কলারোয়া থানার হেলাতলা নামক স্থানে পরিবেশ দূষণ করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট তৈরি করছে এমন ২টি ইটভাটায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সহকারী পরিচালক মো. মাসুদ রানার সঙ্গে ১৫ জন বিজিবি সদস্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সঙ্গে ৩ জন এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযানে যথাক্রমে ভাই ভাই ব্রিকস-এর মালিক মো. শাহাদাত হোসেনকে দুই লাখ এবং সরদার ব্রিকস-এর মালিক মো. আরিফুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।