বাগেরহাটের মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোররুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করেছে স্থানীয় কতিথ নাগরিক কমিটির সদস্যরা। আইন প্রয়োগকারী সংস্থা ছাড়াই নাগরিক কমিটির সদস্যরা সোমবার দুপুরে ওই স্টোররুমে তল্লাশি করে বস্তা ও কার্টুন ভর্তি চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুটসহ ত্রাণসামগ্রী। জানা গেছে, ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্যসামগ্রী বরাদ্দ করেছিল তৎকালীন সরকার। তবে এসব সামগ্রী বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এছাড়া নাগরিক কমিটির অভিযানে ঘটনাস্থ থেকে বেশকিছু কম্বল উদ্ধার করা হয়। এসব খাদ্যসামগ্রী ও কম্বল উদ্ধার অভিযানে ছিলেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো. আব্দুল্লাহ। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম সংবাদকর্মীদের বলেন, ‘বিষয়টি জানার পর পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
বাগেরহাটের মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোররুম থেকে দুই বছর আগের বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার করেছে স্থানীয় কতিথ নাগরিক কমিটির সদস্যরা। আইন প্রয়োগকারী সংস্থা ছাড়াই নাগরিক কমিটির সদস্যরা সোমবার দুপুরে ওই স্টোররুমে তল্লাশি করে বস্তা ও কার্টুন ভর্তি চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুটসহ ত্রাণসামগ্রী। জানা গেছে, ঘূর্ণিঝড় রিমেলে দুর্গতদের জন্য এসব খাদ্যসামগ্রী বরাদ্দ করেছিল তৎকালীন সরকার। তবে এসব সামগ্রী বণ্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এছাড়া নাগরিক কমিটির অভিযানে ঘটনাস্থ থেকে বেশকিছু কম্বল উদ্ধার করা হয়। এসব খাদ্যসামগ্রী ও কম্বল উদ্ধার অভিযানে ছিলেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মো. সোহেল ও মো. আব্দুল্লাহ। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর ইসলাম সংবাদকর্মীদের বলেন, ‘বিষয়টি জানার পর পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে