আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপি বলছে, অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের ডাকা হরতালের সু-পরিকল্পিত নাশকতা। মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মহাসড়কে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো বলা যাচ্ছে না। সেখানে প্রাইভেট কারের চালক বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। এটি নাশকতার কোন ঘটনা কিনা তা আমরা খতিয়ে দেখছি।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপি বলছে, অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের ডাকা হরতালের সু-পরিকল্পিত নাশকতা। মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মহাসড়কে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা এখনো বলা যাচ্ছে না। সেখানে প্রাইভেট কারের চালক বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। এটি নাশকতার কোন ঘটনা কিনা তা আমরা খতিয়ে দেখছি।