চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া গতির ড্রামট্রাকের নিচে চাপা পড়ে এক শিশু, বান্দরবানের রুমায় বাসচাপায় এক স্কুলছাত্র এবং পটুয়াখালী সদরে ট্রলিচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া গতির ড্রামট্রাকের নিচে পড়ে তানভীর হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের গেইট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হাসান শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিয়াম ল্যবরেটরি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটক করে।
বান্দরবান : বান্দরবানের রুমায় বাসচাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মথি ত্রিপুরা রুমা সদরের আনন্দ পাড়ার বাসিন্দা রুব্রিয়া ত্রিপুরার ছেলে। সে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালীতে ট্রলিচাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার বিকেল ৪টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ফকিরবাড়ির এলাকায় নিজ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী হোসনে ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. শাহাদৎ হোসেনের ছেলে। সে স্থানীয় শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, সোমবার বাপ্পীদের বাড়িতে তার খালার বিয়ের আয়োজন চলছিল। দুর্ঘটনার ১ ঘণ্টা আগে বাপ্পী সেলুনে চুল কাটাতে বাড়ি থেকে বেড় হয়। বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে ইটবোঝাই ট্রলিচাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর চালক এবং হেলপার ট্রলিটি রেখে পালিয়ে যায়। ট্রলিচালক মো. ইলিয়াস একই এলাকার ইটবাড়িয়ার বাসিন্দা। পটুয়াখালী সদর থানা পুলিশ ইটবোঝাই ট্রলিটিকে আটক করেছে।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া গতির ড্রামট্রাকের নিচে চাপা পড়ে এক শিশু, বান্দরবানের রুমায় বাসচাপায় এক স্কুলছাত্র এবং পটুয়াখালী সদরে ট্রলিচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া গতির ড্রামট্রাকের নিচে পড়ে তানভীর হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের গেইট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর হাসান শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিয়াম ল্যবরেটরি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটক করে।
বান্দরবান : বান্দরবানের রুমায় বাসচাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মথি ত্রিপুরা রুমা সদরের আনন্দ পাড়ার বাসিন্দা রুব্রিয়া ত্রিপুরার ছেলে। সে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
পটুয়াখালী : পটুয়াখালীতে ট্রলিচাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।সোমবার বিকেল ৪টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ফকিরবাড়ির এলাকায় নিজ বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পী হোসনে ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. শাহাদৎ হোসেনের ছেলে। সে স্থানীয় শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা যায়, সোমবার বাপ্পীদের বাড়িতে তার খালার বিয়ের আয়োজন চলছিল। দুর্ঘটনার ১ ঘণ্টা আগে বাপ্পী সেলুনে চুল কাটাতে বাড়ি থেকে বেড় হয়। বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে ইটবোঝাই ট্রলিচাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর চালক এবং হেলপার ট্রলিটি রেখে পালিয়ে যায়। ট্রলিচালক মো. ইলিয়াস একই এলাকার ইটবাড়িয়ার বাসিন্দা। পটুয়াখালী সদর থানা পুলিশ ইটবোঝাই ট্রলিটিকে আটক করেছে।