কক্সবাজার : সমুদ্র বিহারে যুক্ত হচ্ছে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন -সংবাদ
কক্সবাজার-মহেশখালী-সোনাদিয়া দ্বীপ নৌ-রুটে সমুদ্র বিহারে যুক্ত হতে যাচ্ছে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন। বুধবার উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্য নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার শেষে দুপুর ২টায় ফিরে আসবে।
বাঁকখালি নদী ভ্রমণের সময় দেখা যাবে সুন্দরবনের আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ বন অবলোকন, বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এর মোহনা পরিদর্শন, বাংলাদেশ এর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণ, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দিরসহ ম্যানগ্রোভ বন পরিদর্শন, বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ, সোনাদিয়ার উপকূল এ ভ্রমণ, সমুদ্র ভ্রমণে জাহাজ থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি, দেশের বৃহৎ শুঁটকি মহল নাজিরাটেক দর্শন ও কক্সবাজার বিমানবন্দরের বর্ধিত রানওয়ে (সমুদ্রের মধ্যে নির্মিত হচ্ছে) অবলোকন, জাহাজ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ অবলোকন, সমুদ্র ভ্রমণ। জাহাজে থাকবে বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা। জাহাজ এ থাকছে দুপুরে সু-স্বাদু আইটেম এর খাবার।
ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, মিক্সড সবজি, ডাল, পানি। এছাড়া স্পেশাল অর্ডারে বিভিন্ন মাছের ফ্রাই পাওয়া যাবে। জাহাজে থাকবে জুস বার।
সারাদিন পুরো আয়োজনের পর এই প্যাকেজটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে জনপ্রতি পার্লাউঞ্জে ১৬০০ ও কোরাল এক্সক্লুসিভে ১৩০০ টাকা করে সমুদ্র ভ্রমণ করতে পারবে।
উক্ত টিকেটের সঙ্গে কমপ্লিমেন্টারি খাওয়া-দাওয়া থাকবে। টুরিজম সেক্টরে দিগন্ত সৃষ্টিকারী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের এই উদ্যোগ পূর্বের ন্যায় কক্সবাজার এর পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
কক্সবাজার : সমুদ্র বিহারে যুক্ত হচ্ছে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন -সংবাদ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
কক্সবাজার-মহেশখালী-সোনাদিয়া দ্বীপ নৌ-রুটে সমুদ্র বিহারে যুক্ত হতে যাচ্ছে বিলাসবহুল পর্যটন জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন। বুধবার উদ্বোধনের মাধ্যমে প্রতিদিন এই রুটে যাত্রী পরিবহন করবে।
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ১০ টায় জাহাজটি মহেশখালীর উদ্দেশ্য নিয়মিত ছেড়ে যাবে এবং সমুদ্র বিহার শেষে দুপুর ২টায় ফিরে আসবে।
বাঁকখালি নদী ভ্রমণের সময় দেখা যাবে সুন্দরবনের আদলে গড়ে উঠা ম্যানগ্রোভ বন অবলোকন, বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এর মোহনা পরিদর্শন, বাংলাদেশ এর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণ, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দিরসহ ম্যানগ্রোভ বন পরিদর্শন, বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ, সোনাদিয়ার উপকূল এ ভ্রমণ, সমুদ্র ভ্রমণে জাহাজ থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি, দেশের বৃহৎ শুঁটকি মহল নাজিরাটেক দর্শন ও কক্সবাজার বিমানবন্দরের বর্ধিত রানওয়ে (সমুদ্রের মধ্যে নির্মিত হচ্ছে) অবলোকন, জাহাজ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের ল্যান্ড ভিউ অবলোকন, সমুদ্র ভ্রমণ। জাহাজে থাকবে বিয়ের অনুষ্ঠান, ইফতার পার্টি, জন্মদিনের কেক কাটা, বিভিন্ন প্রতিষ্ঠানের আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা। জাহাজ এ থাকছে দুপুরে সু-স্বাদু আইটেম এর খাবার।
ভাত, চিকেন কারি, চিংড়ি কারি, মিক্সড সবজি, ডাল, পানি। এছাড়া স্পেশাল অর্ডারে বিভিন্ন মাছের ফ্রাই পাওয়া যাবে। জাহাজে থাকবে জুস বার।
সারাদিন পুরো আয়োজনের পর এই প্যাকেজটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে জনপ্রতি পার্লাউঞ্জে ১৬০০ ও কোরাল এক্সক্লুসিভে ১৩০০ টাকা করে সমুদ্র ভ্রমণ করতে পারবে।
উক্ত টিকেটের সঙ্গে কমপ্লিমেন্টারি খাওয়া-দাওয়া থাকবে। টুরিজম সেক্টরে দিগন্ত সৃষ্টিকারী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের এই উদ্যোগ পূর্বের ন্যায় কক্সবাজার এর পর্যটন শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।