শীতের রুক্ষতা চলে যাচ্ছে, চারপাশে ফুটতে শুরু করেছে ফুল, গাছে আসছে নতুন পাতা। বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, কিন্তু প্রকৃতি যেন আগেই তার ছাপ রেখে দিয়েছে
শীতের বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই প্রকৃতিতে লেগেছে বসন্তের আগমনী বার্তা। এখনও মাঘ মাস চলছে, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস যেন আগেভাগেই বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত।
শীতের রুক্ষতা কাটিয়ে চারদিকে ফুটতে শুরু করেছে রঙিন ফুল, গাছে গাছে এসেছে নতুন কচি পাতা। বাতাসে বইছে স্নিগ্ধ পরশ, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আসার সময় ঘনিয়ে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার চত্বর, কেন্দ্রীয় মসজিদের সামনের বাগান, আবাসিক হলগুলোর আঙিনা, একাডেমিক ভবনের সামনের পথ সব জায়গায় দেখা মিলছে বসন্তের আগাম বার্তার। বিশেষ করে শহীদ মিনারের সামনে আর ‘সাবাস বাংলাদেশ’ মাঠের চারপাশে ফুটে থাকা বাহারি ফুল প্রকৃতির নতুন রূপকে আরও উজ্জ্বল করে তুলেছে।
যদিও বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, তবুও ক্যাম্পাসে ফুটেছে নানা জাতের ফুল। ডালিয়া, জিনিয়া, গাঁদা, গোলাপ, আকাশী সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, ইনকা গাঁদা, চাইনিজ গাঁদা, জাম্বুস গাঁদা, মোরগ ঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, সাইকাস, ক্রিসমাস, জবা, পাতাবাহারসহ বিভিন্ন ফুলে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। শীতের রুক্ষতার পরে প্রকৃতির এই প্রাণ ফিরে পাওয়াটা সত্যিই অনন্য এক দৃশ্য।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেঘলা আক্তার বলেন, ক্যাম্পাসের এই সময়টা আমার সবচেয়ে প্রিয়।
শীতের রুক্ষতা চলে যাচ্ছে, চারপাশে ফুটতে শুরু করেছে ফুল, গাছে আসছে নতুন পাতা। বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, কিন্তু প্রকৃতি যেন আগেই তার ছাপ রেখে দিয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনকেও নতুন করে তোলে। ক্লাসের ফাঁকে একটু হাঁটতে বের হলেই চোখে পড়ে বাহারি রঙের ফুল, সবুজের ছোঁয়া আর নির্মল বাতাস। বসন্ত আসতে এখনও দেরি, কিন্তু ক্যাম্পাসে যেন আগেভাগেই তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাসের এই পরিবর্তন উপভোগ করছেন। বিকেলের আড্ডা, সন্ধ্যার হালকা বাতাস আর ফুলের গন্ধ মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। শীত বিদায় নিলেও বসন্ত পুরোপুরি আসতে এখনও কিছুদিন বাকি। তবে প্রকৃতি যেন বসন্তের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
শিক্ষার্থীদের চোখে-মুখে এখন বসন্তের অপেক্ষা। ফুলের সৌরভ, গাছে নতুন পাতার আসা আর উষ্ণতার পরশ—সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে, ঋতুরাজ বসন্ত খুব শিীঘ্রই তার রঙিন রাজত্ব নিয়ে হাজির হবে।
শীতের রুক্ষতা চলে যাচ্ছে, চারপাশে ফুটতে শুরু করেছে ফুল, গাছে আসছে নতুন পাতা। বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, কিন্তু প্রকৃতি যেন আগেই তার ছাপ রেখে দিয়েছে
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
শীতের বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই প্রকৃতিতে লেগেছে বসন্তের আগমনী বার্তা। এখনও মাঘ মাস চলছে, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস যেন আগেভাগেই বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত।
শীতের রুক্ষতা কাটিয়ে চারদিকে ফুটতে শুরু করেছে রঙিন ফুল, গাছে গাছে এসেছে নতুন কচি পাতা। বাতাসে বইছে স্নিগ্ধ পরশ, যা জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আসার সময় ঘনিয়ে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদমিনার চত্বর, কেন্দ্রীয় মসজিদের সামনের বাগান, আবাসিক হলগুলোর আঙিনা, একাডেমিক ভবনের সামনের পথ সব জায়গায় দেখা মিলছে বসন্তের আগাম বার্তার। বিশেষ করে শহীদ মিনারের সামনে আর ‘সাবাস বাংলাদেশ’ মাঠের চারপাশে ফুটে থাকা বাহারি ফুল প্রকৃতির নতুন রূপকে আরও উজ্জ্বল করে তুলেছে।
যদিও বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, তবুও ক্যাম্পাসে ফুটেছে নানা জাতের ফুল। ডালিয়া, জিনিয়া, গাঁদা, গোলাপ, আকাশী সাদা স্নোবল, চন্দ্রমল্লিকা, ইনকা গাঁদা, চাইনিজ গাঁদা, জাম্বুস গাঁদা, মোরগ ঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, সাইকাস, ক্রিসমাস, জবা, পাতাবাহারসহ বিভিন্ন ফুলে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। শীতের রুক্ষতার পরে প্রকৃতির এই প্রাণ ফিরে পাওয়াটা সত্যিই অনন্য এক দৃশ্য।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেঘলা আক্তার বলেন, ক্যাম্পাসের এই সময়টা আমার সবচেয়ে প্রিয়।
শীতের রুক্ষতা চলে যাচ্ছে, চারপাশে ফুটতে শুরু করেছে ফুল, গাছে আসছে নতুন পাতা। বসন্ত আসতে এখনও কিছুদিন বাকি, কিন্তু প্রকৃতি যেন আগেই তার ছাপ রেখে দিয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনকেও নতুন করে তোলে। ক্লাসের ফাঁকে একটু হাঁটতে বের হলেই চোখে পড়ে বাহারি রঙের ফুল, সবুজের ছোঁয়া আর নির্মল বাতাস। বসন্ত আসতে এখনও দেরি, কিন্তু ক্যাম্পাসে যেন আগেভাগেই তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
প্রতিদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাসের এই পরিবর্তন উপভোগ করছেন। বিকেলের আড্ডা, সন্ধ্যার হালকা বাতাস আর ফুলের গন্ধ মিলিয়ে ক্যাম্পাসের পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। শীত বিদায় নিলেও বসন্ত পুরোপুরি আসতে এখনও কিছুদিন বাকি। তবে প্রকৃতি যেন বসন্তের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
শিক্ষার্থীদের চোখে-মুখে এখন বসন্তের অপেক্ষা। ফুলের সৌরভ, গাছে নতুন পাতার আসা আর উষ্ণতার পরশ—সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে, ঋতুরাজ বসন্ত খুব শিীঘ্রই তার রঙিন রাজত্ব নিয়ে হাজির হবে।