পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে ও তিনি দুলালপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা ১১টার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় খায়। ঘটনাস্থলে রাসেল সরকারের মৃত্যু হয়। পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রাসেল সরকার বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পলাশ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
পলাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সরকার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরকার নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার গাজীপুরা গ্রামের সবুজ সরকারের ছেলে ও তিনি দুলালপুর ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল চালিয়ে পলাশ উপজেলায় আসেন রাসেল সরকার। পরে উপজেলায় কাজ শেষে বেলা ১১টার দিকে চরসিন্দুরের বালিয়া সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় খায়। ঘটনাস্থলে রাসেল সরকারের মৃত্যু হয়। পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আগে রাসেল সরকার বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে পলাশ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।