আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার নুর ই আলম চৌধুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, দুটি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার নুর ই আলম চৌধুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, দুটি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারি, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়।