বাগাতিপাড়া (নাটোর) : মডেল মসজিদের ফলক উন্মোচন -সংবাদ
নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালিন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন মসজিদের সভাপতি ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা । উদ্বোধনের তথ্য ইউএনও প্রভা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে উপজেলার বিহাকোল বাজারে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ১৫৬ ফুট দৈর্ঘ্য ও ৭৮ ফুট প্রস্থের জায়গার ওপর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানা যায়, নান্দনিক এ মডেল মসজিদে নারী ও পুরুষের আলাদা প্রবেশপথসহ নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র ছাড়াও সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাসন ব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে ৯০ ফুট উচ্চতার একটি মিনার ও চারটি গম্বুজ রয়েছে।
বাগাতিপাড়া (নাটোর) : মডেল মসজিদের ফলক উন্মোচন -সংবাদ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালিন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। এতে সভাপতিত্ব করবেন মসজিদের সভাপতি ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা । উদ্বোধনের তথ্য ইউএনও প্রভা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ইসলামি জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে উপজেলার বিহাকোল বাজারে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে ১৫৬ ফুট দৈর্ঘ্য ও ৭৮ ফুট প্রস্থের জায়গার ওপর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানা যায়, নান্দনিক এ মডেল মসজিদে নারী ও পুরুষের আলাদা প্রবেশপথসহ নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরুষ, মহিলা, অক্ষম ও বয়স্কদের অজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা, ইসলামিক গবেষণা কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহ গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামি বই বিক্রয় কেন্দ্র ছাড়াও সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের আবাসন ব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মসজিদটিতে ৯০ ফুট উচ্চতার একটি মিনার ও চারটি গম্বুজ রয়েছে।