এক জোড়া সাদা জুতার সূত্র ধরে পটুয়াখালীর দশমিনার অটোগাড়ি চালক মহিউদ্দিন ঈসা (২০) হত্যার মূল পরিকল্পনাকারী তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১৪ দিন পর আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে অভিযান চালিয়ে মঙ্গলবার ঢাকার কাফরুল এলাকা থেকে তুহিনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের বিশেষ অভিযানে মূল হত্যাকারীকে গ্রেপ্তার বিষয় নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ কনফারেন্স রুমে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মাঝে চাঞ্চল্যকর এসব তথ্য প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার জানান, গত ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় মহিউদ্দিন ঈসা পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ থাকে। এর পরদিন সকালে দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের একটি কবরস্থানের দক্ষিণ থেকে ছিনতাইকৃত অটোগাড়ি উদ্ধার করা হয়। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের রুহিতপুর এলাকার নাসির উদ্দিন হাওলাদারের তরমুজ ক্ষেতসংলগ্ন টং ঘরের ভিতরে খরকুটো দিয়ে ঢেকে রাখা মহিউদ্দিনের মরদেহ পাওয়া যায়।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নামে। হত্যাকা- সংঘঠিত হওয়ার পর মূহুর্তে ইজিবাইক নিয়ে পালানো এক ব্যক্তির পায়ে সাদা রঙের জুতা নজরে আসে পুলিশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে। এই সাদা জুতা হত্যার সূত্র ধরে পুলিশ অনুসন্ধানে মাঠে নামে। এ অনুসন্ধানের ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি বরগুনার কালিকাবাড়ী এলাকা থেকে মো. নাহিদ (১৪) নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাহিদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং অটো ছিনতাই ও হত্যার মূল পরিকল্পনাকারী তুহিন বলে জানায়।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
এক জোড়া সাদা জুতার সূত্র ধরে পটুয়াখালীর দশমিনার অটোগাড়ি চালক মহিউদ্দিন ঈসা (২০) হত্যার মূল পরিকল্পনাকারী তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১৪ দিন পর আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে অভিযান চালিয়ে মঙ্গলবার ঢাকার কাফরুল এলাকা থেকে তুহিনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের বিশেষ অভিযানে মূল হত্যাকারীকে গ্রেপ্তার বিষয় নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ কনফারেন্স রুমে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে গণমাধ্যমকর্মীদের মাঝে চাঞ্চল্যকর এসব তথ্য প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার জানান, গত ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় মহিউদ্দিন ঈসা পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ থাকে। এর পরদিন সকালে দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের একটি কবরস্থানের দক্ষিণ থেকে ছিনতাইকৃত অটোগাড়ি উদ্ধার করা হয়। ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের রুহিতপুর এলাকার নাসির উদ্দিন হাওলাদারের তরমুজ ক্ষেতসংলগ্ন টং ঘরের ভিতরে খরকুটো দিয়ে ঢেকে রাখা মহিউদ্দিনের মরদেহ পাওয়া যায়।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নামে। হত্যাকা- সংঘঠিত হওয়ার পর মূহুর্তে ইজিবাইক নিয়ে পালানো এক ব্যক্তির পায়ে সাদা রঙের জুতা নজরে আসে পুলিশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে। এই সাদা জুতা হত্যার সূত্র ধরে পুলিশ অনুসন্ধানে মাঠে নামে। এ অনুসন্ধানের ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি বরগুনার কালিকাবাড়ী এলাকা থেকে মো. নাহিদ (১৪) নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নাহিদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং অটো ছিনতাই ও হত্যার মূল পরিকল্পনাকারী তুহিন বলে জানায়।