নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আব্দুর রহিম নামের এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে চেঙ্গাকান্দি গ্রামে এই আইনজীবীর বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির সবাইকে হাত, পা, মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ আইনজীবী আব্দুর রহিম জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে তার বাড়িতে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মুখোশ পরিহিত অস্ত্রধারী একদল ডাকাত তার ভবনের রান্নাঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেঁধে মসজিদ নির্মাণের রড ক্রয়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল আগ্নেয়াস্ত্র (পিস্তল)। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলেছে। তবে ডাকাতরা কাউকে হতাহত করেনি। এই বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, ডাকাতির খবরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আব্দুর রহিম নামের এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে চেঙ্গাকান্দি গ্রামে এই আইনজীবীর বাড়ির রান্নার ঘরের গ্রিল কেটে প্রবেশ করে বাড়ির সবাইকে হাত, পা, মুখ বেঁধে ঘরে থাকা নগদ ১২ লাখ ৭০ টাকা ও স্বর্ণলঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ আইনজীবী আব্দুর রহিম জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে তার বাড়িতে বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মুখোশ পরিহিত অস্ত্রধারী একদল ডাকাত তার ভবনের রান্নাঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে দ্বিতীয় তলায় তাদের কক্ষে গিয়ে তাকে তার স্ত্রী শাহনাজ আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ লিমনের হাত পা ও মুখ বেঁধে মসজিদ নির্মাণের রড ক্রয়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ১২ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হাতে রামদা ও ছোড়া ছিল। একজন লম্বা মুখোশধারী ডাকাতের কোমড়ে ছিল আগ্নেয়াস্ত্র (পিস্তল)। ডাকাতরা আড়াইহাজার ও বরিশালের স্থানীয় ভাষায় কথা বলেছে। তবে ডাকাতরা কাউকে হতাহত করেনি। এই বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী জানান, ডাকাতির খবরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।