সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বকর রঞ্জু প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে তিল বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এমএ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি আবু বকর রঞ্জু প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।