হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পুরাইকলা গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন এবং তার চাচাতো ভাই মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব। শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ের দিন ছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে চাচাত ভাই তানভীরকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সামায়ন। পথিমধ্যে তারা নুরপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ী তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে, ঘটনাস্থলেই তানভীর মারা যান।
এ সময় স্থানীয়রা সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে নেয়ার পথে তার মৃত্যু হয় সায়মানের।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার পুরাইকলা গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন এবং তার চাচাতো ভাই মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব। শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ের দিন ছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে চাচাত ভাই তানভীরকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সামায়ন। পথিমধ্যে তারা নুরপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ী তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে, ঘটনাস্থলেই তানভীর মারা যান।
এ সময় স্থানীয়রা সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে নেয়ার পথে তার মৃত্যু হয় সায়মানের।