ঢাকার সাভারে একটি বিস্কুট কারখানা এবং একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্কুট কারখানায় জিরাবো মর্ডান ফায়ার স্টেশন এবং ঝুটের গোডাউনে সাভার ও হেমায়েতপুর ফায়ার স্টেশন প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার দোতলায় এবং সাভারের নামা বাজার এলাকায় ঝুটের গোডাউনে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়ার অফিসার আবু সায়েম মাসুদ বলেন, বিস্কুট কারখনায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, বেলা ১২টা ১০ মিনিটে সাভার ফায়ার সার্ভিসের কাছে বাসা বাড়িতে অগ্নিকান্ডের খবর আসে। কিন্তু সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে ঝুটের গোডাউনে আগুন। পরে পানি ব্যবস্থার জন্য হেমায়েতপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সেখান থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। ফায়ার সার্ভিসের এই ৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকার সাভারে একটি বিস্কুট কারখানা এবং একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্কুট কারখানায় জিরাবো মর্ডান ফায়ার স্টেশন এবং ঝুটের গোডাউনে সাভার ও হেমায়েতপুর ফায়ার স্টেশন প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার দোতলায় এবং সাভারের নামা বাজার এলাকায় ঝুটের গোডাউনে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়ার অফিসার আবু সায়েম মাসুদ বলেন, বিস্কুট কারখনায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, বেলা ১২টা ১০ মিনিটে সাভার ফায়ার সার্ভিসের কাছে বাসা বাড়িতে অগ্নিকান্ডের খবর আসে। কিন্তু সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে ঝুটের গোডাউনে আগুন। পরে পানি ব্যবস্থার জন্য হেমায়েতপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। সেখান থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। ফায়ার সার্ভিসের এই ৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।