শুক্রবার রাত ৮টার দিকে ভালুকার সিডস্টোর বাজারে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। খবর পেয়ে ভালুকা ও শ্রীপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে সিডস্টোর উত্তর বাজারের বাসিন্দা মহর আলী ও আক্কাছ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে পৌঁছলেও সরু রাস্তার কারণে আগুনের কাছে যেতে পারেনি। ফায়ার কর্মীরা দুর থেকে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সিডস্টোর বাজারের ব্যবসায়ী আনসারুল হক জানান, মহর আলী ও আক্কাছ আলীর ভাড়া দেয়া ৮টি ঘর পুড়ে গেছে। ওইসব বাসায় তিতাস গ্যাসের সংযোগ ছিল সম্ভবত গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
শুক্রবার রাত ৮টার দিকে ভালুকার সিডস্টোর বাজারে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ভষ্মীভূত হয়েছে। খবর পেয়ে ভালুকা ও শ্রীপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে সিডস্টোর উত্তর বাজারের বাসিন্দা মহর আলী ও আক্কাছ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে পৌঁছলেও সরু রাস্তার কারণে আগুনের কাছে যেতে পারেনি। ফায়ার কর্মীরা দুর থেকে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সিডস্টোর বাজারের ব্যবসায়ী আনসারুল হক জানান, মহর আলী ও আক্কাছ আলীর ভাড়া দেয়া ৮টি ঘর পুড়ে গেছে। ওইসব বাসায় তিতাস গ্যাসের সংযোগ ছিল সম্ভবত গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।