নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানাপুলিশ।
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে, অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপজেলার রাতোয়াল গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
অপর চার জনকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত জমির মাঝির ছেলে সেকেন্দার আলী মাঝি, বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরো, পূর্ব বালুভরা গ্রামের আফজালের ছেলে আসাদুল প্রামাণিক ও আমগ্রামের সোলেমানের ছেলে জাহিদুল ইসলাম।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় থানাপুলিশ অভিযান চালায়। অভিযানে ডেভিল হান্টে উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। আর অন্য চারজনকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানাপুলিশ।
গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে, অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপজেলার রাতোয়াল গ্রামের মৃত তাহের আলীর ছেলে।
অপর চার জনকে জিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত জমির মাঝির ছেলে সেকেন্দার আলী মাঝি, বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরো, পূর্ব বালুভরা গ্রামের আফজালের ছেলে আসাদুল প্রামাণিক ও আমগ্রামের সোলেমানের ছেলে জাহিদুল ইসলাম।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় থানাপুলিশ অভিযান চালায়। অভিযানে ডেভিল হান্টে উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। আর অন্য চারজনকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।