সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গত মাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে বেলকুচি থানাপুলিশ। এ সময় চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া পিতলের ৩টি প্রতীমা ও স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে।
বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন বলেন, গত মাসে ওই মন্দির থেকে পিতলের ৩টি প্রতিমা ও প্রতিমায় থাকা স্বর্ণের গহনা চুরি হয়। এ ঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। গোপন তথ্যের ভিত্তিতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গত মাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করেছে বেলকুচি থানাপুলিশ। এ সময় চুরির দায়ে হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া পিতলের ৩টি প্রতীমা ও স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে।
বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া হোসেন বলেন, গত মাসে ওই মন্দির থেকে পিতলের ৩টি প্রতিমা ও প্রতিমায় থাকা স্বর্ণের গহনা চুরি হয়। এ ঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। গোপন তথ্যের ভিত্তিতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।