নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়ির ৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
গত শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন, রাত আনুমানিক ৩টা বাজে। চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল। চোখ মেলে দেখি আগুন জ্বলছে। মুহূর্তেই সব পুড়ে যায়। কোনো মতো পরিবারের সবাই বেঁচে গেছি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই দোকান ও বাড়ির মালিক জালাল উদ্দীন। আগুন লাগার পর স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়ির ৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
গত শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ আশরাফুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম নাজিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক জালাল উদ্দীন বলেন, রাত আনুমানিক ৩টা বাজে। চারদিকে প্রচুর আগুনের তাপ হচ্ছিল। চোখ মেলে দেখি আগুন জ্বলছে। মুহূর্তেই সব পুড়ে যায়। কোনো মতো পরিবারের সবাই বেঁচে গেছি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই দোকান ও বাড়ির মালিক জালাল উদ্দীন। আগুন লাগার পর স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনে।