প্রায় তিন হাজারের অধিক সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চকিৎিসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি বগিত ২১ বছর ধরে করে আসছে ক্যাম্পস। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ক্যাম্পস চলতি বছরেও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প’ এর আয়োজন করে এবং সুবধিা বঞ্চতি রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে।
ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে টাঙ্গাইল ও এর পার্শবর্তী অঞ্চলের দরিদ্র গ্রামবাসীগণের মধ্যে প্রায় তিন হাজার ৫ শতজন রোগীর নিবন্ধন ও প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত ও প্রস্রাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করে মেডিকেল ক্যাম্পের ১০ দিন আগে থেকে অর্থাৎ ১১ থেকে ২০ ফ্রেব্রুয়ারি।
২১ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞসহ প্রায় অর্ধশতাধিক চিকিৎসক, দিনব্যাপী রোগী দের দেখেন ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এছাড়াও ২৫০ এর অধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
ফ্রী মডেকিলে ক্যাম্প এর পাশাপাশি ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাম্পাসের প্রকাশনা ‘প্রয়াস-২১ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ শওকত আলী খান।
সভায় প্রধান অতিথি বলেন, ‘এমন মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেকে ক্যাম্পস এর মতো মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমতো অবদান রাখা উচিত। একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ক্যাম্পস র্দীঘ একুশ বছর ধরে এধরনরে মানবকি কাজ চলমান রাখতে বভিন্নি বত্তিবান মানুষ বা প্রতষ্ঠিান এর সহযোগতিা খুব দরকার।’
আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস এর সভাপতি দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদ।
রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রায় তিন হাজারের অধিক সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চকিৎিসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করেছে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ আয়োজনটি বগিত ২১ বছর ধরে করে আসছে ক্যাম্পস। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ক্যাম্পস চলতি বছরেও টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তালিমঘর প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প’ এর আয়োজন করে এবং সুবধিা বঞ্চতি রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে।
ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে টাঙ্গাইল ও এর পার্শবর্তী অঞ্চলের দরিদ্র গ্রামবাসীগণের মধ্যে প্রায় তিন হাজার ৫ শতজন রোগীর নিবন্ধন ও প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে রক্ত ও প্রস্রাব পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করে মেডিকেল ক্যাম্পের ১০ দিন আগে থেকে অর্থাৎ ১১ থেকে ২০ ফ্রেব্রুয়ারি।
২১ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞসহ প্রায় অর্ধশতাধিক চিকিৎসক, দিনব্যাপী রোগী দের দেখেন ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এছাড়াও ২৫০ এর অধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
ফ্রী মডেকিলে ক্যাম্প এর পাশাপাশি ‘স্বাস্থ্য সুরক্ষায় সুস্থ জীবনধারা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাম্পাসের প্রকাশনা ‘প্রয়াস-২১ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ শওকত আলী খান।
সভায় প্রধান অতিথি বলেন, ‘এমন মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেকে ক্যাম্পস এর মতো মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমতো অবদান রাখা উচিত। একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে ক্যাম্পস র্দীঘ একুশ বছর ধরে এধরনরে মানবকি কাজ চলমান রাখতে বভিন্নি বত্তিবান মানুষ বা প্রতষ্ঠিান এর সহযোগতিা খুব দরকার।’
আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস এর সভাপতি দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এম এ সামাদ।