কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর ৩টায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মোহাম্মদ হানিফ, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন প্রকাশ নয়ন চৌধুরী এবং কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল। তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে নয়ন চৌধুরী চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং অন্য ২ জন দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন। এদিকে, গ্রেপ্তারকৃত নয়ন চৌধূরীর বাড়ি থেকে ডাকাতি হওয়া ১০ হাজার ৫শ টাকা উদ্ধার করেছে পুলিশ। চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে, আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর ৩টায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মোহাম্মদ হানিফ, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন প্রকাশ নয়ন চৌধুরী এবং কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল। তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে নয়ন চৌধুরী চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং অন্য ২ জন দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন। এদিকে, গ্রেপ্তারকৃত নয়ন চৌধূরীর বাড়ি থেকে ডাকাতি হওয়া ১০ হাজার ৫শ টাকা উদ্ধার করেছে পুলিশ। চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় একটি মামলা রুজু করেছেন। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে, আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন