চট্টগ্রামে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি পঞ্চম বিয়ে করায় তাকে কুপিয়ে খুন করেছেন তার চতুর্থ স্ত্রী নুরজাহান। রোববার দিবাগত রাত ২টায় নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বামী মো. আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীতে। পেশায় তিনি একজন রিকশাচালক ও দিনমজুর ছিলেন। ঘাতক স্ত্রী নুরজাহানের বাবার বাড়িও নোয়াখালীতে। স্বামীর সঙ্গে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খুন করার পর স্বামীর মরদেহের পাশে বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
চট্টগ্রামে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি পঞ্চম বিয়ে করায় তাকে কুপিয়ে খুন করেছেন তার চতুর্থ স্ত্রী নুরজাহান। রোববার দিবাগত রাত ২টায় নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বামী মো. আলাউদ্দিনের বাড়ি নোয়াখালীতে। পেশায় তিনি একজন রিকশাচালক ও দিনমজুর ছিলেন। ঘাতক স্ত্রী নুরজাহানের বাবার বাড়িও নোয়াখালীতে। স্বামীর সঙ্গে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খুন করার পর স্বামীর মরদেহের পাশে বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।