নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরে যাওয়ার পথে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যাওয়ার পথে যাত্রীবাহী ভুটভুটির ধাক্কায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার বেলা ১১টায় উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মৃত মনসুর রহমানের স্ত্রী। মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনাকান্দর মোড় নামক স্থানে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে সড়কের পাশের একটি কাঁঠাল গাছের সাথে চাঁপা লেগে মারাত্মক আহত হয় রাশেদুল। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম রাশেদুলকে মৃত ঘোষণা করেন। নিহত মো. রাশেদুল ইসলাম উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, তদন্ত সাপেক্ষে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরে যাওয়ার পথে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যাওয়ার পথে যাত্রীবাহী ভুটভুটির ধাক্কায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার বেলা ১১টায় উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মৃত মনসুর রহমানের স্ত্রী। মান্দা থানার ওসি মনসুর রহমান জানান, এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনাকান্দর মোড় নামক স্থানে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে সড়কের পাশের একটি কাঁঠাল গাছের সাথে চাঁপা লেগে মারাত্মক আহত হয় রাশেদুল। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম রাশেদুলকে মৃত ঘোষণা করেন। নিহত মো. রাশেদুল ইসলাম উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান, তদন্ত সাপেক্ষে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।