নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানোয় প্রতিবেশীদের হামলায় কামাল বেপারী নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানোয় প্রতিবেশীদের হামলায় কামাল বেপারী নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল বেপারী ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।