ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, বাগেরহাটের শরনখোলায় খাল থেকে এক মাওলানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি গ্রামের সামাদ মোল্যার বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাট : চরমোনাই পীরের মাহফিল থেকে আর বাড়ী ফেরা হলো না বাগেরহাটের শরনখোলা উপজেলার মাওলানা মোতালেব হোসেন গাজীর। রোববার সকালে উপজেলার পশ্চিম খাদা এলাকার নাপিত বাড়ী সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে তার কাপড়-চোপড় ভরা একটি ব্যাগ পাওয়া গেছে।
নিহত মোতালেব গাজীর বাড়ী উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে হলেও, তিনি দ্বিতীয় বিয়ে করে উপজেলার খাদা গ্রামে বসবাস করে আসছিলেন। ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বরিশালে চরমোনাই পীরের বাৎসরিক মাহফিলে গিয়েছিলেন তিনি। সেই মাহফিল থেকে আর বাড়ী ফিরে যাননি মাওলানা মোতালেব গাজী। শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল প্রতিবদেন তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, বাগেরহাটের শরনখোলায় খাল থেকে এক মাওলানার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারি গ্রামের সামাদ মোল্যার বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাগেরহাট : চরমোনাই পীরের মাহফিল থেকে আর বাড়ী ফেরা হলো না বাগেরহাটের শরনখোলা উপজেলার মাওলানা মোতালেব হোসেন গাজীর। রোববার সকালে উপজেলার পশ্চিম খাদা এলাকার নাপিত বাড়ী সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে তার কাপড়-চোপড় ভরা একটি ব্যাগ পাওয়া গেছে।
নিহত মোতালেব গাজীর বাড়ী উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে হলেও, তিনি দ্বিতীয় বিয়ে করে উপজেলার খাদা গ্রামে বসবাস করে আসছিলেন। ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বরিশালে চরমোনাই পীরের বাৎসরিক মাহফিলে গিয়েছিলেন তিনি। সেই মাহফিল থেকে আর বাড়ী ফিরে যাননি মাওলানা মোতালেব গাজী। শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সুরতহাল প্রতিবদেন তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।