প্রথমবার মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও সঠিক নির্দেশনার প্রয়োজন হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেতৃত্বে, সেভ দ্যা চিলড্রেন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে কাজ করে চলেছে- সংযোগ প্রকল্প।
এই বহুদেশীয় প্রকল্পটি নোয়াখালি এবং মাদারীপুর জেলার মোট ৮টি উপজেলায় গবেষণামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। পুরো সময় জুড়ে সংযোগ প্রকল্প অত্যন্ত সুচারুভাবে ও দক্ষতার সাথে বেশকিছু গবেষণা চালিয়েছে।
সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই গবেষণা থেকে প্রাপ্ততথ্য, ফলাফল এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়। দু’টি উপস্থাপনার মাধ্যমে এই বিষয়গুলো অতিথিদের কাছে তুলে ধরেন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, ডেপুটি ডিরেক্টর, আরসিএইচ, সিআইপিআরবি এবং আইসিডিডিআর,বি এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট বিধান কৃষ্ণ সরকার। এরপর সংযোগ প্রকল্পের সার্বিক বিষয়াবলী নিয়ে একটি অংশগ্রহণমূলক মুক্ত আলোচনা পরিচালনা করেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, লাইন ডাইরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথমবার মা-বাবা হয়েছেন বা হতে যাচ্ছেন এমন দম্পতিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও সঠিক নির্দেশনার প্রয়োজন হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেতৃত্বে, সেভ দ্যা চিলড্রেন এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে কাজ করে চলেছে- সংযোগ প্রকল্প।
এই বহুদেশীয় প্রকল্পটি নোয়াখালি এবং মাদারীপুর জেলার মোট ৮টি উপজেলায় গবেষণামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। পুরো সময় জুড়ে সংযোগ প্রকল্প অত্যন্ত সুচারুভাবে ও দক্ষতার সাথে বেশকিছু গবেষণা চালিয়েছে।
সোমবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই গবেষণা থেকে প্রাপ্ততথ্য, ফলাফল এবং অভিজ্ঞতা তুলে ধরা হয়। দু’টি উপস্থাপনার মাধ্যমে এই বিষয়গুলো অতিথিদের কাছে তুলে ধরেন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, ডেপুটি ডিরেক্টর, আরসিএইচ, সিআইপিআরবি এবং আইসিডিডিআর,বি এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট বিধান কৃষ্ণ সরকার। এরপর সংযোগ প্রকল্পের সার্বিক বিষয়াবলী নিয়ে একটি অংশগ্রহণমূলক মুক্ত আলোচনা পরিচালনা করেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম তালুকদার, লাইন ডাইরেক্টর, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর।