বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। অপরদিকে, যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বান্দরবান : বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে বান্দরবান বাসষ্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনি বোঝাই একটি ট্রাক উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের সহকারী চালক শামসুল ইসলাম নিহত হন। এ সময় আহত হন ইে ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ইকবাল ময়মনসিংহের বাসিন্দা। অপরদিকে একই দিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলেন দুই আরোহী গুরুত্বর আহত হলে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মো. হোসেন মারা যান। নিহত মো. হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা। বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাসিনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম আন্দুলিয়া-পুড়াপাড়া সড়কের ইউসুফ মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের শফিউদ্দিন স্ত্রী। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। অপরদিকে, যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বান্দরবান : বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে বান্দরবান বাসষ্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনি বোঝাই একটি ট্রাক উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের সহকারী চালক শামসুল ইসলাম নিহত হন। এ সময় আহত হন ইে ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত ইকবাল ময়মনসিংহের বাসিন্দা। অপরদিকে একই দিন সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলেন দুই আরোহী গুরুত্বর আহত হলে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মো. হোসেন মারা যান। নিহত মো. হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা। বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাসিনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম আন্দুলিয়া-পুড়াপাড়া সড়কের ইউসুফ মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের শফিউদ্দিন স্ত্রী। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।