বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া প্রেস ক্লাবের সামনে বুধবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাসদ সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবির বগুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসান আলী শেখ। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ সদস্য শ্যামল বর্মন। উপস্থিত ছিলেন বাসদ সদস্য সচিব অ্যাডভোকট দিলরুবা নূরী এবং সিপিবির বগুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।
সমাবেশে কমরেড জিন্নাতুল ইসলাম বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের জানমালের নিরাপত্তা ও সংকট নিরসন এখন সরকারের প্রধান এজেন্ডা নয়। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ না নিয়ে সরকার ক্ষমতা প্রলম্বিত করার জন্য নানারকম কূটকৌশল অবলম্বন করছে। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের কাজে লিপ্ত যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থী। কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, সংবিধান সংস্কার সহ অন্যান্য বিষয়ে সংস্কার শেষে নির্বাচনের পরিকল্পনা এই সরকারের এক্তিয়ারের বহির্ভূত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পাঁয়তারা কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। ফলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার ন্যুনতম যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোড ম্যাপ ঘোষণা করা হোক। অন্যন্য নেতৃবৃন্দ বলেন, সরকারের নাকের ডগায় উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠি ও কায়েমি স্বার্থান্বেষী মহল মব ভায়োলেন্সে মাধ্যমে বই মেলায় হামলা, নাট্যোৎসব, বসন্ত উৎসব, মেয়েদের খেলা ও লালন অনুষ্ঠান বন্ধ, সারাদেশে বাড়িঘর, স্থাপনা ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর করলেও সরকার অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ জন ছাত্রীকে বহিষ্কার, খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা বিজ্ঞানী, কবি সাহিত্যিকদের নাম বিভিন্ন ভবনের নামকরণ থেকে বাদ দেওয়া হচ্ছে, যা পতিত সরকারের আচরনেরই অনুরুপ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদকারী ছাত্র নেতৃবৃন্দের উপর হামলা ও হয়রানির হুমকির বিরুদ্ধে সরকার নিরবতা পালন করে এসকল ঘৃনিত কাজকেই উৎসাহিত করছে। নেতৃবৃন্দ এহেন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাব এবং আচরণে তীব্র নিন্দা জানান। সেইসাথে নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙ্গা, ন্যায্যমূল্যের দোকান খোলা, রেশনিং ব্যবস্থা চালু, মব ভায়োলেন্স সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, অশুভ পাঁয়তারা বন্ধ করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং সরকারের ৬ মাসের কাজের শ্বেতপত্র প্রকাশের দাবী জানান।
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া প্রেস ক্লাবের সামনে বুধবার বিকাল সাড়ে ৪টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাসদ সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবির বগুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হাসান আলী শেখ। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ সদস্য শ্যামল বর্মন। উপস্থিত ছিলেন বাসদ সদস্য সচিব অ্যাডভোকট দিলরুবা নূরী এবং সিপিবির বগুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম।
সমাবেশে কমরেড জিন্নাতুল ইসলাম বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের জানমালের নিরাপত্তা ও সংকট নিরসন এখন সরকারের প্রধান এজেন্ডা নয়। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ না নিয়ে সরকার ক্ষমতা প্রলম্বিত করার জন্য নানারকম কূটকৌশল অবলম্বন করছে। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের কাজে লিপ্ত যা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থী। কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, সংবিধান সংস্কার সহ অন্যান্য বিষয়ে সংস্কার শেষে নির্বাচনের পরিকল্পনা এই সরকারের এক্তিয়ারের বহির্ভূত। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পাঁয়তারা কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। ফলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার ন্যুনতম যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোড ম্যাপ ঘোষণা করা হোক। অন্যন্য নেতৃবৃন্দ বলেন, সরকারের নাকের ডগায় উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠি ও কায়েমি স্বার্থান্বেষী মহল মব ভায়োলেন্সে মাধ্যমে বই মেলায় হামলা, নাট্যোৎসব, বসন্ত উৎসব, মেয়েদের খেলা ও লালন অনুষ্ঠান বন্ধ, সারাদেশে বাড়িঘর, স্থাপনা ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর করলেও সরকার অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ জন ছাত্রীকে বহিষ্কার, খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা বিজ্ঞানী, কবি সাহিত্যিকদের নাম বিভিন্ন ভবনের নামকরণ থেকে বাদ দেওয়া হচ্ছে, যা পতিত সরকারের আচরনেরই অনুরুপ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদকারী ছাত্র নেতৃবৃন্দের উপর হামলা ও হয়রানির হুমকির বিরুদ্ধে সরকার নিরবতা পালন করে এসকল ঘৃনিত কাজকেই উৎসাহিত করছে। নেতৃবৃন্দ এহেন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাব এবং আচরণে তীব্র নিন্দা জানান। সেইসাথে নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙ্গা, ন্যায্যমূল্যের দোকান খোলা, রেশনিং ব্যবস্থা চালু, মব ভায়োলেন্স সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, অশুভ পাঁয়তারা বন্ধ করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং সরকারের ৬ মাসের কাজের শ্বেতপত্র প্রকাশের দাবী জানান।