ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।
শৈলেন চাকমা জানান, গত বৃহস্পতিবার রাতে পুলিশের সদর দপ্তর থেকে বার্তা পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গায় যোগদানের আগে তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে সেখানে ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বুধবার রাত আটটার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভাঙ্গা থানায় গিয়ে ওসি শফিকুল ইসলামকে আটক করে। তবে এরপর দীর্ঘ সময় ধরে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা।
পরে বৃহস্পতিবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।
শৈলেন চাকমা জানান, গত বৃহস্পতিবার রাতে পুলিশের সদর দপ্তর থেকে বার্তা পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গায় যোগদানের আগে তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হয়ে সেখানে ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বুধবার রাত আটটার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভাঙ্গা থানায় গিয়ে ওসি শফিকুল ইসলামকে আটক করে। তবে এরপর দীর্ঘ সময় ধরে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি জেলা পুলিশের কোনো কর্মকর্তা।
পরে বৃহস্পতিবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।